চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হাইকোর্টের সামনে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ

খালেদা জিয়ার মুক্তি দাবিতে মুক্তিযোদ্ধা ও প্রজন্মদলের নেতা-কর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাংচুর করেন তারা। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মুক্তিযোদ্ধা ও প্রজন্মদলের প্রায় শতাধিক নেতা-কর্মী বুধবার বেলা ১টা থেকে ঘণ্টাখানেক প্রেসক্লাব সংলগ্ন হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। সেসময় সড়কের উভয়পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের।

এর আগে প্রেসক্লাব মিলনায়তনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধা দল সমর্থিত এ সংগঠনের একটি অনুষ্ঠান ছিল। সেখান থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা-কর্মীরা দ্রুত অনুষ্ঠান শেষ করে মিছিল বের করেন।

বিক্ষোভ চলাকালে  বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন: খালেদা জিয়ার মুক্তির দাবিতে যতক্ষণ পারা যায় এই অবস্থান কর্মসূচি চলবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও শওকত মাহমুদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খানসহ শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।