চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হলি আর্টিজান নিয়ে ফারুকীর ‘হলি বেকারী’

বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার পরবর্তী সিনেমার নাম ঘোষণা করেছেন। গত ১ জুলাই বাংলাদেশে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে ভয়ানক হামলা হলি আর্টিজানের ঘটনাকে কেন্দ্র করে ‘হলি বেকারী’ শিরোনামে সিনেমা নির্মাণ করবেন তিনি।

টেলিভিশন খ্যাত এ নির্মাতা বর্তমানে বুসান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈঘ্য ক্যাটাগরির ছবির বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘হলি বেকারীর’র’প্রসঙ্গে ভ্যারাইটিকে ফারুকী বলেন, গুলশানের ঘটনার পর এ গল্প নিয়ে ছবি নিমার্ণের পরিকল্পনা করেছি। ছবিটা হবে খুব তীব্র ও ঘনিষ্ঠ। আমি বিশ্বাস করি এ ছবির মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনীতির ঘৃণার সংস্কৃতি ও অসহিষ্ণুতার উত্থান, জঙ্গিবাদের উত্থান এবং প্রগতিশীল বাংলাদেশ আর তথাকথিত রক্ষণশীল মানসিকতার মানুষের বিভেদটা তুলে ধরতে পারব।

তবে ছবিতে কারা অভিনয় করবেন তা এখনি বলতে নারাজ ফারুকী। বলেন আগামী বছর নির্বাচিত করা হবে কারা অভিনয় করবেন।

ফারুকীর নিজস্ব সংস্থা ছবিয়ালের ব্যানারে নির্মাণ করা হবে ‘হলি বেকারী’। আগামী বছর মার্চে নতুন এ ছবির শুটিং শুরু হবে বলেও জানান এ নির্মাতা।