চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হলিউডে শুটিং সেটে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করা হতে পারে

হলিউডে শুটিং সেটে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে হলিউডের প্রথম সারির কিছু সংগঠন এবং স্টুডিও।

অ্যালিয়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স এবং হলিউডের প্রথম সারির গিল্ডদের দেয়া এক যৌথ বিবৃতিতে এই কথা বলা হয়েছে। এছাড়াও ভ্যাকসিন সম্পন্ন করা শিল্পী ও কলাকুশলীদের ক্ষেত্রে করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল করার পরিকল্পনাও করা হচ্ছে।

বর্তমানে নিরাপত্তা বিধি অনুযায়ী শুটিং সেটকে কয়েকটি জোনে ভাগ করা হয়ে থাকে। নতুন চুক্তি বাস্তবায়িত হওয়ার পর ‘জোন-এ’ এর শিল্পী ও কলাকুশলীদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করার সুযোগ থাকবে প্রযোজকদের হাতে।

‘জোন-এ’তে শিল্পী ও কলাকুশলীদেরকে কাজের সুবাদে মাস্ক ছাড়া থাকতে হয় মাঝে মাঝে। তাই এই বাড়তি নিরাপত্তার কথা ভাবা হচ্ছে।

নতুন এই চুক্তি কার্যকর হবে ৩০ সেপ্টেম্বর থেকে। তার আগে নতুন কোনো সিদ্ধান্ত নেয়া হলে চুক্তিতে যোগ করে দেয়া হবে। -হলিউড রিপোর্টার