চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ক্লাস

বিএনপিসহ ২০ দলীয় জোটের লাগাতার হরতাল ও অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঈদ ও রমজান এবং গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে বাড়তি ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে প্রতিদিন অতিরিক্ত একটি করে ক্লাস নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘হরতাল ও অবরোধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তন’ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

চলতি বছর শিক্ষাবর্ষের শুরুর দিন থেকে লাগাতার হরতাল ও অবরোধের কারণে মার্চ মাস পর্যন্ত বিঘ্নিত হয় শিক্ষা কার্যক্রম। অবস্থা এতোই ভয়াবহ ছিলো যে এসএসসি পরীক্ষা হয়েছে শুধু সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

সভায় যোগ দেওয়া ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, রমজান মাস ও গ্রীষ্মে ছুটি কমানোর সিদ্ধান্তে ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

ঢাকা কলেজের অধ্যক্ষ তুহিন আফরোজ বলেন, তারা এইচএসসি ও অনার্সের ক্লাসগুলো সাধারণত: বিকেলে নিয়ে থাকেন। এটা সকাল থেকে নেওয়া গেলে ক্ষতি অনেকটাই পুষিয়ে নেয়া যেতো।

তবে হরতাল-অবরোধে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাশ হয়েছে তাদের জন্য বাড়তি ক্লাসের সিদ্ধান্ত কার্যকর হবে না।

সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।