চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হত্যাচেষ্টা থেকে প্রাণে বাঁচলেন হাইতির প্রধানমন্ত্রী

হাইতির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে হত্যার চেষ্টা করা হয়েছে। কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, ওই অনুষ্ঠানে তার উপর গুলি চালানো হলেও তিনি প্রাণে বেঁচে যান।

দক্ষিণাঞ্চলের শহর গোনাইভের একটি চার্চে ওই অনুষ্ঠানে অ্যারিয়েল হেনরিকে লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারী।

ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, গুলি শুরুর পর প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তার নিরাপত্তা দল গাড়ির দিকে ছুটে যাচ্ছেন।

গত জুলাই মাসে সাবেক দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মইসি’র হত্যাকাণ্ডের পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

প্রধানমন্ত্রীর ওপর হামলাকারীকে ‘সশস্ত্র ডাকাত ও সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছে তার কার্যালয়। শনিবারের ওই ঘটনার পর হামলাকারীকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এপি বলছে, আক্রমণের জন্য দলটি দেয়ালের আড়ালে আশ্রয় নিয়েছিল। এ ঘটনায় ওই দুর্বৃত্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

প্রেসিডেন্ট জোভেনেল মইসি’র হত্যাকাণ্ডের পর হেনরি দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কোন তারিখ ঘোষণা করা হয়নি এখনো।

ধারণা করা হচ্ছে ভাড়াটে খুনি দিয়ে তার উপর আক্রমণ চালানো হয়েছিল। তবে আক্রমণের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।

এ ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।