চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান ইপি’র

জুলহাস-তনয়সহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক ইউরোপিয়ান পার্লামেন্টের (ইপি) প্রতিনিধি দলের প্রধান জিন ল্যাম্বার্ট। এছাড়াও মত প্রকাশের স্বাধীনতার মতো গণতন্ত্রের মূলনীতিগুলোতে শ্রদ্ধাবোধ নিশ্চিত করতেও সরকারের প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশের সহিংস উগ্রপন্থার বিরুদ্ধে সরকার, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে বুধবারে প্রকাশিত বিবৃতিতে ল্যাম্বার্ট এই সকল খুনের সাথে জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনার আহবান জানান।

বিবৃতিতে সর্বশেষ দুই এলজিবিটি কর্মীকে (ইউএসএআইডি-এর কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়) হত্যার কথা উল্লেখ করে এদের মধ্যে একজন (জুলহাস মান্নান) যে বাংলাদেশের প্রথম এলজিবিটি ম্যাগাজিন (রুপবান) এর সম্পাদক ছিলেন তাও লেখা হয়।

বিবৃতিতে বলা হয়, গত বছরের ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকজন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি এবং ধর্মনিরপেক্ষ বা নাস্তিক লেখকদের জঙ্গিরা হত্যা করেছে। শুধু মাত্র এই মাসেই ২৫ এপ্রিলের হত্যাকাণ্ড ছাড়াও একজন আইন শিক্ষার্থী (নাজিমঊদ্দীন সামাদ) ও একজন ইংরেজি বিভাগের অধ্যাপককে (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করীম সিদ্দিকী) খুন করার কথাও উল্লেখ করা হয়।

আক্রান্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের প্রধান এই ধরনের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে স্বাগত জানান।