চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হংকং যাচ্ছে অনূর্ধ্ব-১৫ কিশোরীরা

আবারও মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ কিশোরী দল। হংকং ফুটবল ফেডারেশন আয়োজিত চার দেশীয় টুর্নামেন্ট খেলতে আগামী মার্চের শেষদিকে দেশ ছাড়বে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ ও স্বাগতিক হংকংয়ের কিশোরীরা ছাড়াও আসরের বাকি দুই দল শক্তিশালী ইরান ও চাইনিজ তাইপে।

সিঙ্গেল লিগ পদ্ধতিতে মুখোমুখি চারটি দল। সর্বোচ্চ পয়েন্ট টেবিলের সেরা দলটি হবে চ্যাম্পিয়ন। ৩০ মার্চ বাংলাদেশ ও চাইনিজ তাইপের ম্যাচ দিয়ে শুরু হবে আসর।

পর দিন অর্থাৎ, ৩১ মার্চ ইরানের মুখোমুখি হবে লাল-সবুজ কিশোরীরা। ১ এপ্রিল স্বাগতিক হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে সফর।

মূর্তিকারিগর

হংকং সফরের অনূর্ধ্ব-১৫ প্রাথমিক দল:
মাহমুদা আখতার, রূপনা চাকমা, আঁখি খাতুন, মারিয়া মান্ডা, নাজমা, আনুচিং মগিনি, আনাই মগিনি, নিলুফা ইয়াসমিন নীলা, দীপা খাতুন, রুনা আখতার, রুমি আখতার, মনিকা চাকমা, তহুরা খাতুন, লাবনী আখতার, মুন্নি আখতার, সাজেদা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শামসুন নাহার, সোহাগী কিসকু, শামসুন নাহার, সাগরিকা, আমেনা খাতুন, নিতি ও রোজিনা খাতুন।