চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হংকংয়ের জেলা পরিষদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার

হংকংয়ের জেলা পরিষদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার অংশ নিয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুর না হতেই ভোটারের সংখ্যা ২০১৫ সালের নির্বাচনে ভোটারের সংখ্যা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।

এই নির্বাচনকে আন্দোলনে বিধ্বস্ত হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যামের পক্ষে সমর্থনের পরীক্ষা বলে মনে করা হচ্ছে।

গণতন্ত্রপন্থি আন্দোলনকারী দলগুলোর আশা, টানা পাঁচ মাসের অস্থিরতা ও সরকারবিরোধী বিক্ষোভের পর এই ভোটের মধ্য দিয়ে চীন সরকারের কাছে একটি বার্তা পৌঁছানো সম্ভব হবে।

যে কোনো ধরনের সহিংসতা ঘটলে সরকার ভোটগ্রহণ বন্ধ করে দিতে পারে। এর মাঝেও স্থানীয় সময় রোববার সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন শুরু হয়।

হংকংয়ের মোট জনসংখ্যা ৭৪ লাখের অর্ধেকের বেশি, অর্থাৎ ৪১ লাখ লোক এবারের জেলা পরিষদ নির্বাচনে নিবন্ধন করেছেন। এবারের নির্বাচনে ৪ শতাধিক কাউন্সিলর নির্বাচিত হবেন।

গণতন্ত্রপন্থি আন্দোলনকারী দলগুলো জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর জন্য। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো জটিলতার খবর পাওয়া যায়নি।