চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সয়াবিন ও পাম তেলে ভ্যাট প্রত্যাহার

ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

সন্ধ্যায় সরকারি প্রিন্টিং প্রেসের ওয়েবসাইটে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

এতদিন সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন বা পরিশোধন পর্যায়ে ১৫ শতাংশ ও ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আদায় করত এনবিআর। আন্তর্জাতিক বাজারের কারণে দেশে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক বেড়ে গেলে ভ্যাট কমানোর দাবি করে বাণিজ্য মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করল এনবিআর।

তবে বিশ্লেষকেরা বলছেন, এই দুই স্তরের ভ্যাট প্রত্যাহারে তেমন সুফল মিলবে না। কারণ সুপারশপ ছাড়া ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট আদায় হয় না। এই ভ্যাট প্রত্যাহারের সুফল পাবেন সুপারশপে ক্রেতারা। আর স্থানীয় উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর কম হওয়ায় এই পর্যায়ের ভ্যাট বাতিলে একশ টাকায় দেড় টাকার মতো দাম কমতে পারে।