চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সড়কদ্বীপে সবুজের অনন্য উদাহরণ সজল স্কয়ার

ইট-পাথরের নগরী ঢাকার কোথাও কোথাও গড়ে তোলা হয়েছে খণ্ড খণ্ড সবুজ প্রকৃতি। ধানমণ্ডিতে সড়কদ্বীপের ছোট পরিসরে এমন একটি সবুজের উদাহরণ সজল স্কয়ার। এর সৌন্দর্যে চোখ আটকে যায়, সুযোগ করে দিচ্ছে নির্মল নিশ্বাস নেয়ার।

মাত্র ২২ শতাংশের এই চত্বরটির সৌন্দর্যবর্ধনের জন্য ২০০৬ সালে অনুমতি পান নগর সৌন্দর্যবিদ রাফেয়া আবেদিন। তিনিই প্রকৃতির রঙে সাজিয়েছেন এই ত্রিকোণখণ্ড।

ছোট পরিসরে তৈরি করা হয়েছে টিলা, লেকসহ প্রাকৃতিক পরিবেশ। নানা রঙে সেজে আছে ফুলের গাছ, আছে সৌন্দর্যমণ্ডিত গাছপালা। উড়ে বেড়ায় প্রজাপতি, পাখি। ইচ্ছেমতো আবাস গড়েছে বিভিন্ন প্রাণী।

চারপাশে মসৃণ ফুটপাতে প্রায়ই দাঁড়িয়ে পড়েন পথিক। যানজটের বিরক্তি দূর হয়ে যায় যাত্রীদের। সজল স্কয়ারের মতো আরো ছোট ছোট পরিসর সাজানো সম্ভব প্রকৃতির আদলে।

শুধু সৌন্দর্যবর্ধন নয়, এ ধরণের উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকৃতিপ্রেমীরা।

বিস্তারিত ভিডিও রিপোর্টে: