চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্রোতের বিপরীতে লিটনের ঝলমলে সেঞ্চুরি

ক্রাইস্টচার্চে যখন বাংলাদেশ ব্যাটারদের একের পর এক ব্যর্থতার ফুলঝুরি, তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ঝলমলে এক সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। ওয়ানডে ঢংয়ে পথ মাড়িয়ে ছুঁয়েছেন তিনঅঙ্কের ম্যাজিক্যাল ফিগার।

হ্যাগলি ওভালে অপ্রতিরোধ্য সেঞ্চুরিটি লিটনের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়। দেশের বাইরে প্রথম। ১৪ চার ও এক ছয়ে ১০৬ বলের পৌঁছান শতকে।

দ্বিতীয় দিনে ফলোঅনে পড়ে তৃতীয় দিনের সকালে দ্বিতীয় ইনিংসে নামে বাংলাদেশ। নিউজিল্যান্ড বোলারদের সামনে আবারও হোঁচট খায়। ১০৫ রানে ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন লিটন। নামের পাশে ৪ রান যোগ করতেই আউট হয়েছিলেন। রিভিউ নিয়ে হয় রক্ষা।

বোল্টের বলে লিটনকে আউট দিয়ে বসেছিলেন আম্পায়ার। রিভিউ নেয়ার পর দেখা যায় ব্যাটে নয়, লিটনের কাঁধে লেগে বল উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়েছিল। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আসে বদল।

তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৯ রান। ইনিংস পরাজয় এড়াতেই করতে হবে আরও ১২৬ রান।

কিউইদের ৬ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণার পর ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী দেখিয়ে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৯৫ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে।