চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্বাভাবিক অবস্থায় ফিরছে সোহরাওয়ার্দী হাসপাতাল

স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল।  ১২টি বিভাগের মধ্যে একমাত্র শিশু বিভাগটি চালু হয়নি এখনও।

অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে নতুন তথ্য পাওয়া গেলেও সোমবার তদন্ত রিপোর্টের পরই বিশদ জানা যাবে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের পর অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ঘটনার দিন হাসপাতাল ছেড়ে যাওয়া প্রায় সাতশো রোগী ফিরে এসেছেন। আসছেন সাধারণ রোগীরাও।

আইসিইউতে থাকা ১০ জন রোগীর ৬ জনই ফিরে এসেছেন।  অগ্নিকাণ্ডের পর কেয়ার হাসপাতালের আইসিইউতে বিনামূল্যে রাখার কথা বলা হলেও বাড়তি টাকা দিতে হয়েছে বলে অভিযোগ রোগীর স্বজনদের।

আগুনের ঘটনায় যখন সেন্ট্রাল অক্সিজেন বন্ধ হয়ে গিয়েছিলো তখন বিশেষ ব্যবস্থাপনায় আইসিইউ’র ১০ জন মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় সাফল্যের সঙ্গে কাজ করেছেন চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা।

ক্ষতির শিকার ১৪টি কেবিনের মধ্যে ১০টি চালু হয়েছে।  তবে আগুনে পুড়ে যাওয়া ৩টি ওয়ার্ডের মধ্যে এখনও শিশু বিভাগ চালু করা যায়নি।

বিস্তারিত ভিডিও রিপোর্টে: