চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন রাজ্জাক

নায়করাজ রাজ্জাক কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে অাপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই রাখা হবে। রাজ্জাকের সঙ্গে দেখা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নায়করাজের শারীরিক অবস্থা ভালোর দিকে। তার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে।

বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কারণে নায়করাজ রাজ্জাককে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থায় আছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা জানতে ইউনাইটেড হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নায়করাজকে দেখে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান, তার অবস্থা এখন ভালো। তিনি সাড়া দিচ্ছেন। দেখতে আসায় উৎফুল্ল হয়েছেন। চিকিৎসকরা এবং পরিবারের সদস্যরা তার দেখাশোনা করছেন।

সরকারও আছে রাজ্জাকের পাশে। দেশবাসীর ভালোবাসাতে সুস্থ হয়ে ঘরে ফিরবেন এই প্রত্যাশা জানান মন্ত্রী।

রাজ্জাকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তার পরিবারের সদস্যরা।

রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে তার ছেলে সম্রাট জানান, অবস্থা আগের তুলনায় ভালো।

তবে তাকে আইসিইউতেই রাখতে চান পরিবারের সদস্যরা। রাজ্জাকের স্বাস্থ্য ঝুঁকির কারণে ভিড় এড়াতেই এমন উদ্যোগ।

গণমাধ্যমে নায়করাজকে নিয়ে ভ্রান্ত খবর প্রকাশ না করার অনুরোধ জানান সম্রাট।