চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্বাধীনতা দিবসের নাটক ‘মুখের দিকে দেখি’

মুক্তিযোদ্ধা  ওয়াহেদ উদ্দিন। পুরানো একটি বাড়িতে নিঃসঙ্গ জীবন যাপন করেন। টাইপ রাইটারে নিজের জীবনী লেখেন। মাঝেমধ্যে কলেরগান শোনেন। পুরনো ল্যান্ডফোনে কথা বলেন। ভাঙ্গা ফনিক্স সাইকেল চালিয়ে বাজারে যান। এভাবেই সময় কাটে তার। একমাত্র ছেলে মিনার অনেক দিন পরে বিলাত থেকে বউ নিয়ে এলে ওয়াহেদ উদ্দিনের নৈমিত্তিক জীবনে পরিবর্তন আসে । সন্তানকে পেয়ে খুব উল্লাসিত হয়ে পরেন এই ভেবে যে, ছেলে ও ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলা বিলেতি বউ রুজমিলার সাথে চুটিয়ে গল্প করা যাবে । কিন্তু তার এই উচ্ছাস বেশিক্ষণ স্থায়ী হয় না। যখন মিনার এই পুরানো বাড়ি বিক্রি করে বাবাকে বিলেত নিয়ে  যেতে চায়। মিনার-রুজমিলা দুজন মিলে ওয়াহেদ উদ্দিনের এতদিনের অভ্যাস পরিবর্তনের জন্য প্রাণান্তকর চেস্টা চালিয়ে যায়। ল্যান্ড ফোন ফেলে হাতে ধরিয়ে দেয় আইফোন, মাথায় উইগ, পাজামা-পাঞ্জাবির বদলে স্যুট-কোট। ডেভেলপার কোম্পানিকে নিয়ে আসে বাড়ি বিক্রির জন্য। ওয়াহেদ উদ্দিন অনড়। এই বাড়ি ছেড়ে কোথাও  যাবে না। ছিড়ে ফেলে বাড়ি বিক্রির ডিড। হতভম্ব মিনার-রুজমিলা চলে যায় বাবাকে ছাড়াই। যাবার সময় রেখে যায় একটি সিডি। রাতে ওয়াহেদ উদ্দিন এই সিডি দেখে বিস্মিত, আবেগ আক্রান্ত হয়ে পড়ে। ভিন্নরুপে আবিষ্কার করে মিনার-রুজমিলাকে। এমনই গল্পে নির্মাণ হয়েছে নটক ‘মুখের দিকে দেখি’। গল্প লিখেছেন মাহমুদ দিদার। নির্মাণ করেছেন সেরনিয়াবাত শাওন।

পরিচালক শাওন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘প্রজন্মকে নিয়েই গল্পটা। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। স্বাধীনতা অর্জনকালীন স্বপ্ন, সেই স্বপ্নের জায়গায় ফিরে যাওয়ার তাড়না কাজ করে কি না। কিংবা সেই ঐতিহ্য যারা লালন করে তাদের কোন দৃষ্টিতে দেখা হয়, এমন একটা ভাবনা থেকেই নাটকটা নির্মাণ করা হয়েছে।’ মুক্তিযুদ্ধ নিয়ে বড় পরিসরে কাজের পরিকল্পনা আছে। একটা এক্সেপেরিমেন্ট বলে জানালেন সেরনিয়াবাত শাওন। ‘মুখের দিকে দেখি’ নাটকে অভিনয় করেছেন, রাইসুল ইসলাম আসাদ, এফ এস নাইম, নাদিয়া আফরিন মিম, নিকুল কুমার, ইখতারুল ইসলাম প্রমুখ। নাটকটি ২৬ মার্চ রাত ৯টা পাঁচ মিনিটে এনটিভিতে প্রচার হবে।