চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্পেনকে জিততে দেয়নি সুইজারল্যান্ড

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ২০১০’র চ্যাম্পিয়ন স্পেন।

মার্চে আর্জেন্টিনাকে ৬-১ গোলে উড়িয়ে দেয়া স্পেন এদিন ম্যাচের ২৯তম মিনিটে এগিয়ে যায়। ২০ গজ দূর থেকে নেয়া আলভারো অদ্রিওজোলার দারুণ একটি ভলিতে গোলের দেখা পায় দলটি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

সুইজারল্যান্ড দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে সমতায় ফেরে। স্পেন গোলরক্ষকের ভুলে পাওয়া বল বাঁ পায়ে নিয়েই সহজে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ।

রাশিয়া বিশ্বকাপের ‘বি’ গ্রুপে স্পেনের সঙ্গী পর্তুগাল, মরক্কো ও ইরান। ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি।

‘ই’ গ্রুপে ব্রাজিল, কোস্টা রিকা ও সার্বিয়ার সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড। ১৭ জুন ব্রাজিলের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।

স্পেন এদিন বল দখলের লড়াইয়ে সুইজারল্যান্ডের থেকে অনেক এগিয়ে ছিল। পিকেরা ৬৫ শতাংশ সময় বল নিয়ন্ত্রণ করেন। অন্যদিকে সুইজারল্যান্ডের পায়ে ছিল ৩৫ শতাংশ সময়। স্পেন গোলে শট নিয়েছে ১৮টি। সুইজারল্যান্ড সেখানে ৫টি।