চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্পিন তোপে বরিশালের দারুণ জয়

ঢাকা-রাজশাহীর ড্র

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে স্পিন তোপ দেগে সিলেটের বিপক্ষে দারুণ এক জয় তুলেছে বরিশাল বিভাগ। তাদের জয় ইনিংস ও ১৩ রানে। তবে ঢাকা ও রাজশাহী বিভাগের ম্যাচে ফল আসেনি।

সিলেট-বরিশাল
রাজশাহীতে টায়ার-২ এর ম্যাচে তৃতীয় দিনে বরিশাল পেসার রাব্বির তোপে প্রথম ইনিংসে সিলেট গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৬ রানে।

বৃষ্টিতে প্রথম দুদিনের অনেকটা খেলা ভেস্তে যাওয়ায় পরে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করে বরিশাল বিভাগ। ৫০.৩ ওভারে ৮ উইকেটে ২৩১ তুলে ইনিংস ছাড়েন অধিনায়ক ফজলে মাহমুদ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সিলেট দুই উইকেট হারায় তৃতীয় দিনেই। রোববার শেষদিনে তাদের ১৩২ রানে গুটিয়ে জয় তোলে বরিশাল।

দুই স্পিনার তানবির ইসলাম ৪টি ও মনির হোসেন ৩টি করে উইকেট নিয়ে জয় ত্বরান্বিত করেন। রাব্বি প্রথম ইনিংসে ২৪ রানে ৬ উইকেট দখলে নেন, পরের ইনিংসে একটিও উইকেট পাননি ২৭ বছর বয়সী পেসার। তবে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

ঢাকা-রাজশাহী
ফতুল্লায় টায়ার-১ এর ম্যাচটিতে প্রথম ইনিংসে ২৪০ তুলে অলআউট হয়েছিল ঢাকা বিভাগ। জবাব দিতে নেমে রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে তোলে ১৯৭ রান।

পরে ঢাকা নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৫৪ রানে। আর শেষদিনে রাজশাহী ৫ উইকেটে ১০৬ তোলার পর ম্যাচ ড্রর মুখ দেখে।