চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্থপতি এনামুল করিম নির্ঝরের অন্যরকম প্রয়াস

স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝর তার স্থাপত্য প্রতিষ্ঠান সিস্টেম আর্কিক্টেস এর সহকর্মীদের নিয়ে নিয়মিত স্থাপত্যচর্চার পাশাপাশি বেশ কিছু নতুন ধরণের ভবিষ্যতমুখী স্থাপত্য নকশা প্রণয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এগুলো মূলত আইডিয়া প্রজেক্ট। এসব প্রকল্প চিন্তা উদ্দীপক এবং ইতিবাচক মনস্তাত্বিক দিক নির্দেশনার অনুপ্রেরণা হতে পারে। আগামী প্রজন্ম ও প্রযুক্তিধারায় এগুলো হতে পারে সম্মিলিত শিল্পমাধ্যম ও সামাজিক উৎসাহের নিয়ামক।

স্থপতি নির্ঝর মনে করেন, একটি ভবন তখনই স্থাপত্য হয়ে উঠে যখন তার উদ্দেশ্য সম্ভাবনায় পরিণত হয়। যে সম্ভাবনা সভ্যতা নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এই ধারনা’র স্থাপত্যকর্ম হয়ে উঠতে পারে সমাজ গড়ার অন্যতম অংশ।

দেশ ও মানুষের বাস্তবতাকে স্থাপত্য দিয়ে কিছুটা সমৃদ্ধ করার লক্ষ্যে, সম্প্রতি স্থপতি নির্ঝর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন কিছু সম্ভাবনাময় স্থাপত্য প্রকল্পের প্রস্তাবনা সংকলন ০০১। মাননীয় প্রধানমন্ত্রী এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, দিয়েছেন এগিয়ে যাওয়ার উৎসাহ।