চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিক্রি হতে পারে ‘নো টাইম টু ডাই’, নির্মাতারা হাঁকাচ্ছেন ৬০০ মিলিয়ন ডলার

বন্ড সিরিজের ছবি ‘নো টাইম টু ডাই’। ২০২১ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা এই ছবিটির। ছবিটি হলে মুক্তি না দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে চাইছেন নির্মাতারা। আর তার বিনিময়ে চাইছেন ৬০০ মিলিয়ন ডলার।

বন্ড সিরিজের ছবি, তাই ৬০০ মিলিয়ন ডলার খরচ করেও কিনতে প্রস্তুত বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম। ছবিতে শেষবারের মতো আয়ান ফ্লেমিংয়ের বিখ্যাত ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ড চরিত্রে দেখা দেবেন ড্যানিয়েল ক্রেগ। তাই ছবিটিকে ঘিরে ভক্তদের উত্তেজনাও বেশি।

২০২০ সালের এপ্রিলে মুক্তি দেয়ার কথা ছিল ‘নো টাইম টু ডাই’ ছবিটি। কিন্তু করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। মুক্তি পিছিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এমজিএম স্টুডিও।

ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেইগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, র্যাল্ফ ফিয়েনস, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ। টাইমস অব ইন্ডিয়া