চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্টোরকিপার এখন রোবট

জাপানের টোকিওতে স্টোরকিপার হিসেবে কাজ করছে রোবট। রিসেপশনিস্টে এই রোবট স্বাগতও জানাচ্ছে ক্রেতাদের। মিটসুকেসি নিহোমবাশি ডিপার্টমেন্টাল স্টোর এ রোবট স্টোরকিপারকে স্থান দিয়েছে। রোবট স্টোরকিপারের নাম আইকো চিহিরা।

সেখানে রোবটটি শুধু নিজের কাজই করছে না সেই সঙ্গে আনন্দের খোরাক যোগাচ্ছে দোকানে আসা লোকদের। ওই দোকানের মানুষ কর্মচারিরাও তার পাশে কাজ করতে পেরে বেশ খুশি।

এ রোবটটি তৈরি করেছে জাপানের তোশিবা করপোরেশন। এ প্রযুক্তির উদ্ভাবন করেছেন ওসাকা ইন্টেলিজেন্ট রোবোটিকস ল্যাবরেটরির হিরোশি ইশিগুরো নামের এক প্রযুক্তি বিশারদ।

বর্তমানে চিহিরা শুধু অভ্যর্থনায় কাজ করলেও, আগামী মে মাসে সে কাজ করবে স্টোর গাইড হিসেবে।

তোশিবা জানিয়েছে রোবোটটিকে আরও আপগ্রেড করে ভাষা শিক্ষাও দেয়া হবে।