চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্টেডিয়ামে হেলিকপ্টার মহড়া

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার দ্বিতীয় ও শেষ টেস্টে আগে নিরাপত্তার অংশ হিসেবে মিরপুর স্টেডিয়ামে হেলিকপ্টার ল্যান্ডিং ও মহড়া চালানো হয়েছে। মঙ্গলবার বিকেলে শের-ই বাংলা স্টেডিয়ামে এই মহড়া চালানো হয়।

গত কয়েক বছরে বেশ কয়েকটি বড় ক্রিকেট আসরের আয়োজক ‘হোম অব ক্রিকেটের’ জন্য দৃশ্যটি মোটেই অপরিচিত নয়।তবে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে দু’ দলের নিরাপত্তার জন্য এই ব্যাপক আয়োজন কৌতুহল বাড়িয়েছে অনেকের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই হেলিকপ্টার মহড়া চালানো হয়েছে।

বুধবার দ্বিতীয় টেস্ট শুরুর আগে মঙ্গলবার মাঠে অনুশীলন করে বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়রা। দু’দলের অনুশীলন শেষেই অনুষ্ঠিত হয় নিরাপত্তার জন্য হেলিকপ্টার মহড়া।

তামিম ইকবাল ও ইমরুল কায়েসের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে খুলনা টেস্ট ড্র করে বাংলাদেশ। মিরপুরের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারাতে পারলে ওয়ানডে, টি২০-এর পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট ও টেস্ট সিরিজ জিতবে টাইগাররা।