চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্টিভ জবসকে লেখা শন কনারির ভুয়া চিঠি ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় সদ্য প্রয়াত হলিউড তারকা শন কনারির একটি চিঠি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অ্যাপলের বিজ্ঞাপনে কাজ করতে আপত্তি জানিয়েছেন তিনি। স্টিভ জবসের উদ্দেশে লেখা সেই চিঠিটি আসলে ভুয়া।

অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে শন কনারি কখনই টাইপ রাইটারে লেখা এধরনের কোনো চিঠি পাঠাননি।

ভুয়া সেই চিঠিতে লেখা ছিল, ‘আমি আমার আত্মাকে অ্যাপল বা অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করি না। আপনারদের ভাষ্যে ‘পৃথিবী বদলে দেয়া’-এ আমার কোনো আগ্রহ নেই। আপনি একজন কম্পিউটার সেলসম্যান, আর আমি জেমস বন্ড!’

এই চিঠিটি মূলত হিউমার সাইট স্কুপারটিনো-এর একটি ব্যঙ্গাত্মক আর্টিক্যাল ছিল। অনেকেই এটি না বুঝে শেয়ার করেছেন।

৩১ অক্টোবর (শনিবার) মারা গেছেন অভিনেতা শন কনারি। তার বয়স হয়েছিল ৯০ বছর।

মোট সাতটি জেমস বন্ড স্পাই থ্রিলারে অভিনয় করেছেন তিনি। ২০২০ সালে তাকে চলচ্চিত্র এবং টিভি পত্রিকা রেডিও টাইমস-এর ব্রিটিশ পাঠকেরা সর্বকালের সেরা জেমস বন্ড হিসেবে নির্বাচিত করেন।