চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌম্য-মেহেদীকে ছাপিয়ে মুশফিক-মোসাদ্দেকের ঝড়

সৌম্য সরকার ও মেহেদী হাসানের ঝড়ে দেড়শ ছোঁয়া সংগ্রহ নিয়েও রক্ষা হল না গাজী গ্রুপ ক্রিকেটার্সের। মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেনের পাল্টা ঝড়ো দুই অপরাজিত ফিফটি আবাহনী লিমিটেডকে এনে দিয়েছে ৭ উইকেটের দারুণ এক জয়।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫০ রান তোলে গাজী গ্রুপ। জবাব দিতে নেমে ১২ বল ও ৭ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে আবাহনী।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

উদ্বোধনীতে মেহেদী হাসান ও সৌম্য সরকার গাজী গ্রুপকে ৭৮ রানের জুটি এনে দেন ৯ ওভারে। মেহেদী ৭ চার ও এক ছয়ে ৩২ বলে ৪৩ করে ফিরলে ভাঙে জুটি।

সৌম্য আউট হন টানা দ্বিতীয় ফিফটি তুলে ৬৭ করে। ৬ চার ও ২ ছক্কায় ৫০ বলে সাজানো ইনিংস। বাকিদের কেউ দুঅঙ্ক ছুঁতে পারেননি।

শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে নাঈম শেখ ১০, মুনিম শাহরিয়ার ২৮, নাজমুল ইসলাম শান্তকে (৫) হারিয়ে বিপদে পড়েছিল আবাহনী।

সেখান থেকে আর কোনো উইকেট হারাতে দেননি মুশফিক ও মোসাদ্দেক। দুজনে অবিচ্ছিন্ন ১০৫ রানের ম্যাচজয়ী জুটি আনেন ৫৮ বলে। ৪ চার ও এক ছয়ে ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মুশফিক।

আরেক অপরাজিত মোসাদ্দেক ছুঁয়েছেন ফিফটি, ৪ চার ও ৩ ছক্কায় ২৮ বলে সাজানো ইনিংস তার।