চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌদি আরবে থাকা প্রায় তিন লাখ মানুষ হজ করবেন

সৌদি আরবে বৈধভাবে বসবাসরত নাগরিক এবং বাসিন্দারা যারা চলতি বছর হজ করতে চান, তাদের করা ই আবেদনের মধ্য থেকে ইলেকট্রনিক ড্র এর মধ্যেমে ২ লাখ ৯৭ হাজার ৪৪৪টি নিবন্ধন করা হয়েছে।

সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপ মন্ত্রী ড.আব্দুল ফাত্তাহ মাশাত।

তিনি জানান. নিবন্ধিত আবেদনকারীকে ৪৮ ঘণ্টা মধ্যে নির্ধারিত অর্থ জমা করতে হবে। আবেদনকারীদের মধ্য ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।

এবার শর্ত ছিল আবেদনকারীকে অবশ্যই ৬৫ বছরের কম ও কোভিড ১৯ এর সবকটি টিকা গ্রহণকারী হতে হবে।

তিনি আরও জানান, হাজিদের বিচরণ স্থান মিনা, মুজদালেফা, আরাফাত-সহ সকল স্থান প্রস্তুত রয়েছে। সেই সাথে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়োগ দেয়া হয়েছে অসংখ্য স্বেচ্ছাসেবক।