চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯

সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট নিবার্চিত হওয়ার পর প্রথম সহিংস হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। সোমবার উদ্ধারকর্মীরা মৃতের সংখ্যাটি নিশ্চিত করেন।

রাজধানী মোগাদিসুর মাদিনা এলাকার একটি ব্যস্ত বাজারে রোববার ভয়াবহ এই আত্মঘাতী বোমা হামলাটি চালানো হয়। রোববারের এই গাড়ি বোমা হামলায় আশপাশের বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ধ্বংস হয়ে যায়।

কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় এখনও স্বীকার করেনি। তবে সোমালিয়ার শাবাব জিহাদিরা দেশটিতে প্রায়ই এ ধরনের আত্মঘাতী হামলা চালিয়ে আসছে। জিহাদিরা নতুন সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ’ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

সোমবার মোগাদিসুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আব্দলুকাদির আব্দুররহমান বলেন, ‘এই হামলায় এখন পর্যন্ত ৩৯ জন মারা গেছে ও আরো ২৭ জন আহত হয়েছে।’ রোববার কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিস্ফোরণে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে।

সোমালিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদের আন্তর্জাতিক সমথর্করা এই হামলার নিন্দা জানিয়েছে।

আব্দুল্লাহি এই হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য প্রদানকারীকে এক লাখ মার্কিন ডলার পুরষ্কার দেয়ার ঘোষণা দিয়েছে।

মার্কিন ও সোমালিয়ার দ্বৈত নাগরিক আব্দুল্লাহি বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন।