চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সেমিফাইনালে ওঠতে বাংলাদেশের প্রয়োজন ২১২ রান

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে জয়ের জন্য ২১২ টার্গেট দিয়েছে নেপাল।

প্রথমে ব্যাট করা নেপাল অধিনায়ক রাজু রিজালের ৭২ রানের উপর ভর করে ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২১১ রান তুলেছে। এছাড়া চার ব্যাটসম্যান আউট হন ২০ থেকে ৩০এর কোটায়।

বাংলাদেশের পেসার শফিউদ্দিন নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট পান মেহেদি হাসান রানা, মেহেদি হাসান মিরাজ এবং সালেহ আহমেদ শাওন।

এই ম্যাচে জয় পেলে যুব ক্রিকেট বিশ্বকাপে প্রথম বারের মতো সেমিফাইনালে ওঠবে বাংলাদেশ। মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের খেলা ছাড়া নবম স্থান প্লে-অফ কোয়ার্টার ফাইনালের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও ফিজি। প্লে-অফে অপর ম্যাচে কানাডার মোকাবেলা করছে জিম্বাবুয়ে।