চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সেন্সর বোর্ডে প্রশংসিত ‘ঊনপঞ্চাশ বাতাস’

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে মুক্তি প্রতীক্ষিত বছরের অন্যতম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’…

মুক্তি প্রতীক্ষিত বছরের অন্যতম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে খবরটি জানান নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। সেইসঙ্গে সেন্সর বোর্ডের পক্ষ থেকে ভূয়সী প্রশংসাও পেয়েছেন তিনি।

মাসুদ হাসান বলেন, সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি দেখেন। ঐ দিনই সেন্সর বোর্ডের একাধিক সদস্য সিনেমাটির ভূয়সী প্রশংসা করে আমাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানান। এমনকি আমার সিনেমার প্রধান দুই শিল্পীর ফোন নম্বর নিয়ে তাদেরকে ফোন দিয়ে তাদের অভিনয় এর প্রশংসা করেন।

প্রাথমিকভাবে সেন্সর বোর্ডের সদস্যদের কাছ থেকে এমন ফিডব্যাক পেয়ে উচ্ছ্বসিত নির্মিাতা বললেন, ‘সিনেমা মুক্তির ঠিক আগ মুহূর্তে এটি আমার কাছে ভীষণ অনুপ্রেরণার।’

সেন্সর বোর্ড থেকে শুধু মৌখিক প্রশংসায় আসেনি, বরং এমন ছবি নির্মাণের জন্য সেন্সর বোর্ড থেকে সিনেমার কলাকুশলীদের নিয়ে চা-পানের নিমন্ত্রণ ও পেয়েছেন বলে জানান মাসুদ হাসান উজ্জ্বল।

তিনি বলেন, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সেন্সর বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নিজামূল কবীর আমাকে ফোন দিয়ে বলেন যে ‘আমাকে অফিসিয়ালি দায়িত্ব দেয়া হয়েছে এতো চমৎকার একটা ছবি নির্মাণের জন্য আপনাকে শুভেচ্ছা দিতে, এবং আমরা চাই আপনাকে এবং আপনার নায়ক-নায়িকাকে চা পানের আমন্ত্রণ দিতে’। সেন্সর বোর্ডের এমন মন্তব্যে সত্যিই আমি সম্মানিত বোধ করছি।

এদিকে ছবির মুক্তি ঘিরে চলছে প্রচার প্রচারণার কাজ। টিজারের পর সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর গান ‘প্রথম ঝরে পড়া শিউলি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেইজ বাবা সুমন। গানটি প্রকাশের পরই বেশ সাড়া পাচ্ছেন বলেও জানান নির্মাতা।

যদিও সিনেমায় প্লেব্যাক করতে নাকি রাজি ছিলেন না বেইজ বাবা সুমন। এ বিষয়ে মাসুদ হাসান বলেন, এই গানটা করার প্রস্তাব যখন সুমন ভাইকে দিয়েছিলাম, তখন উনি সরাসরি বলেছিলেন যে ‘আমি সিনেমায় প্লেব্যাক করবো না’। আমি নাছোড়বান্দা, তাকে বলি ‘তবুও আমি গানটা পাঠাই, আপনি একটু শুনে দেখেন।’ গান শোনার পরে সুমন ভাই নিজেই আমাকে ফোন দিয়ে বলেন-‘গানটা আমার মনে ধরেছে, আমি করবো গানটা’! ব্যাংককে জটিল চিকিৎসা শেষে দেশে ফিরে এয়ারপোর্ট থেকেই আমাকে কল দিয়ে বলেন-‘তুমি এখনই আসতে পারলে এখনই চলে আসো, এই এক্সাইটমেন্ট থাকতে থাকতে ভয়েসটা দিতে চাই।’

দ্রোহের মন্ত্রে ভালোবাসার কথা বলেন মাসুদ হাসান। কাজে। কর্মে। পরম ভালোবাসায় যে দ্রোহের মূর্তি তিনি এঁকেছেন তার সমস্ত সৃষ্টিকর্মে। ছবি থেকে গান কিংবা ভিজ্যুয়াল ফিকশনে। সব জায়গায়। নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনচিত্র! যে জীবন ফড়িংয়ের, ধুলোর মানুষ-মানুষের ঘ্রাণ, ফসিলের কান্না, কালো বরফ জমাট অন্ধকার কিংবা থতমত এই শহরের মতো কতো কতো গল্প আর চরিত্ররা যে জীবন পেয়েছে তার হাত ধরে! এবার তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির দ্বারপ্রান্তে। ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শারলিন ফারজানা। শিগগির জানাবেন মুক্তির চূড়ান্ত তারিখ।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এ বেইজ বাবা সুমনের গান: