চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘সূর্যবংশী’ ও ‘এইটি থ্রি’ মুক্তি পেতে পারে অনলাইনে

পুরো বিশ্বের মতোই বলিউডেও করোনাভাইরাসের বিরূপ প্রভাব পড়েছে। দীর্ঘ দিন ধরে সিনেমা হলে মুক্তির অপেক্ষায় আঁটকে আছে বেশ কিছু বড় বাজেটের সিনেমা। সেগুলো কবে আলোর মুখ দেখবে তা এখনও অনিশ্চিত।

মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’। আগস্ট মাস শেষের পথে। তবুও সিনেমা হলে ছবি মুক্তি দেয়ার মতো অবস্থা তৈরি হয়নি এখনও। একই অবস্থা রণবীর সিং এর ‘এইটি থ্রি’-এরও। ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটির।

কিছুদিন আগেই অমিতাভ বচ্চনের ‘গুলাবো সিতাবো’ মুক্তি পেয়েছে অনলাইনে। সুশান্ত সিং রাজপুতের সর্বশেষ সিনেমা ‘দিল বেচারা’, জানভি কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা’, বিদ্যুৎ জম্মনের ‘খুদা হাফিজ’ও অনলাইনের পর্দায় দেখেছে দর্শক। অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বোম্ব’ও মুক্তি পাবে অনলাইনে।

শোনা যাচ্ছে ‘সূর্যবংশী’ ও ‘এইটি থ্রি’ সিনেমা দুটিও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার কথা ভাবা হচ্ছে। এক সাক্ষাৎকারে রিল্যায়ান্স এন্টারটেইনমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা শীবাশিষ সরকারও তেমন ইঙ্গিতই দিয়েছেন।

‘সূর্যবংশী’ ও  ‘এইটি থ্রি’র নির্মাতা অনলাইন প্ল্যাটফর্মে ছবি মুক্তি দেয়ার পক্ষে নন। অপেক্ষা করতে হলেও তারা হলেই মুক্তি দিতে চান ছবি। কিন্তু প্রযোজকরা আর অপেক্ষা করতে চাচ্ছেন না। তারা চান দীপাবলি বা বড়দিনের আগেই ছবি মুক্তি দিতে। তাই তারা অনলাইনে মুক্তি দেয়ার করা ভাবছেন বলে জানা গেছে। কইমই