চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সুষ্ঠু ও শান্ত নির্বাচনী পরিবেশ চেয়ে বৃটিশ হাইকমিশনারের টুইট

বাংলাদেশের সকল দলকে এখন থেকেই ভবিষ্যৎ নির্বাচনের পদ্ধতি এবং নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে এক সঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।

তিন সিটি নির্বাচন উপলক্ষে ব্রিটিশ হাইকমিশনার আজ ঢাকার বেশ কয়েকটি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় একাধিক টুইট বার্তায় সিটি নির্বাচন নিয়ে মন্তব্য করেন তিনি।

প্রথম টুইট বার্তায় তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ব্যস্ত সময় পার করছি। আশা করি এমন শান্ত পরিবেশের মধ্য দিয়েই দেশ যাবে।

কিছুক্ষণ পরই বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণা, এর প্রতিক্রিয়ায় টুইটে তিনি বলেন, বিএনপির ভোট বর্জনের ঘোষণা হতাশার। সেই সাথে আজ রাতে ঢাকা ও চট্রগ্রামে রাতে পরিবেশ নিয়ে আশংকা প্রকাশ করেন তিনি। এই সময়ে ঢাকা ও চট্রগ্রামের পরিবেশ শান্ত থাকবে বলেও আশা করেন তিনি।

এরপর শেষ টুইট করেন তিনি। সেখানে তিনি বলেন, সকল দলকে এখনই নির্বাচন পদ্ধতি নিয়ে একটি সমাধানে আসতে হবে এবং একটি সুষ্ঠু ও শান্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।