চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুরের জাদু রঙের জাদু

লক্ষ্য সঙ্গীত ও চিত্রকলার মাধ্যমে অটিস্টিক শিশুদের বিনোদন ও বিকাশ।

অটিজম একটি বিকাশগত সমস্যা। তবে প্রত্যেক অটিস্টিক শিশু বা ব্যক্তির মধ্যে অন্যের সঙ্গে যোগাযোগ করা, সামাজিক আদান-প্রদান এবং কিছু আচরণগত সমস্যা লক্ষ্য করা যায়, যেগুলো অটিজমের মূল তিনটি বৈশিষ্ট্য।

প্রতিষ্ঠাকাল থেকে ছায়ানটের সুরের জাদু রঙের জাদু কার্যক্রমে সমন্বয়ের দায়িত্বে আছেন ড. লীডি হক। অটিস্টিক শিশুদের ক্লাসে অভিভাবকরাও উপস্থিত থাকেন।

এখন এই শিশুরা নিজে নিজে ছবি আঁকছে। গাইতে আর আঁকতে যারা কিছুটা অগ্রসর, তাদের দিন দিন দক্ষতা বাড়ছে। সহপাঠীদের মধ্যে বন্ধুত্ব বাড়ছে, যোগাযোগ বাড়ছে পরস্পরের সঙ্গে।

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে: