চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুবিধা বঞ্চিতদের অনলাইন স্কুল

কক্সবাজারের টেকনাফে সুবিধাবঞ্চিত শিশুরা পাচ্ছে উন্নত শিক্ষা। প্রত্যন্ত অঞ্চলেও রাজধানীর মতো ইংরেজি মাধ্যমে শিক্ষা পাচ্ছে তারা।

গ্রামীণফোনের অর্থায়নে জাগো ফাউন্ডেশনের এ অনলাইন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে তাই ঝরে পড়ার সংখ্যাও কম।

সামনে একটা বড় পর্দা, তার এক কোনায় ইন্টারনেট সংযুক্ত ক্যামেরা বা ‘ওয়েবক্যামে’ আছেন শিক্ষক। তার সামনে ৩৯ খুদে শিক্ষার্থী। পোশাকে জৌলুসহীন, তবে পরিচ্ছন্ন। কক্সবাজারের টেকনাফের খোনকারপাড়ার এ শিশুরা এক অজানা মুগ্ধতা নিয়ে তাকিয়ে ওয়েবক্যামে থাকা শিক্ষকের দিকে। শিক্ষক পড়াচ্ছেন, সুর মেলাচ্ছে ৫ বছরের নিচের শিশুরা।

এমনিতে শিক্ষা গ্রহণের সুযোগ নেই জেলে পাড়ার এ সুবিধাবঞ্চিত শিশুদের। বিনা খরচে উন্নত শিক্ষার সুযোগ তাই তাদের বিরাট পাওয়া।

কেনো এ অনলাইন স্কুল? এ প্রশ্নের উত্তরে উদ্যোক্তারা জানালেন, অন্তত আরও কিছু শিশুকে শিক্ষার সুযোগ দেওয়াই তাদের উদ্দেশ্য।

গ্রামীণফোনের কর্পোরেট রেসপন্সিবিলিটি স্পেশালিস্ট হাফিজুর রহমান খান জানান, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে এমন উদ্যোগের পাশে দাড়িয়েছে তারা।

জাগো ফাউন্ডেশনের যোগাযোগ কর্মকর্তা নদী রশীদ বলেন, জাতীয় পাঠ্যক্রম অনেক সমৃদ্ধ হলেও শিক্ষক স্বল্পতায় দুর্গম এলাকায় সুবিধাবঞ্চিতরা পিছিয়ে যায়। তাই ‘স্কাইপ’ ধারণাকে কাজে লাগিয়ে ঢাকা থেকেই দুর্গম এলাকায় উন্নত শিক্ষা পৌঁছে দেয়া যাচ্ছে।

মাটিতে মাদুর পেতে টিভি পর্দায় ‘মিস’-এর দিকে তাকিয়ে থাকা শিশুদের দেখভাল করেন স্থানীয় দু’জন শিক্ষক।

গ্রামীণফোনের উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে জাগো ফাউন্ডেশনের ঢাকা অফিসের ‘টিচার্স সেন্টার’-এর শিক্ষকরা পড়াচ্ছেন সাড়া দেশের ১০টি স্কুলের প্রায় ৭শ’ শিশুকে।