চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুবর্ণচরে নারী নির্যাতনের মূল হোতা রুহুল আমিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচরে ৩০ডিসেম্বর রাতে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ ঘটনার মূল হোতা রুহুল আমিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক এ তথ্য জানান। তিনি বলেন: সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কাজের জন্য দলের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী দলের সব কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনে ভোটের দিন রাতে রুহুল আমিনের নেতৃত্বে একদল যুবক ওই নারীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার স্বামী-সন্তানদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে ওই নারীকে ঘরের বাইরে নিয়ে ধর্ষণ ও নির্যাতন করে।

এ ঘটনায় নির্যাতিত গৃহবধূর স্বামী বাদী হয়ে চরজব্বার থানায় ৯ জনের নামে মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।