চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় গণ-প্রতিবেদন প্রকাশ

নোয়াখালীর সুবর্ণচরে সংঘটিত ধর্ষণের ঘটনায় গণ-প্রতিবেদন প্রকাশ করেছে যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোট।

শুক্রবার বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে এই গণ-প্রতিবেদন প্রকাশ করা হয় বলে জানিয়েছেন যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোটের আহ্বায়ক শিবলী হাসান।

ওই প্রতিবেদনে ৬ দফা দাবী পেশ করা হয়

১। ভিক্টিমকে দ্রুত ঢাকায় নিয়ে আসা এবং ‘ওয়ান স্টপ ক্রাইসিসে’ স্থানান্তর।

২। ধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

৩। সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করা।

৪। স্বচ্ছ ও দ্রুত বিচারের মাধ্যমে ৯০ দিনের মধ্যে রায় প্রদান করা।

৫। দায়ীদের দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা।

৬। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা।

গত ৩০ ডিসেম্বর রাতে নোয়াখালির সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হন। দেশে বিদেশে এ নিয়ে সাধারণ মানুষের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এই গণধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশও অব্যাহত রয়েছে।

গত ৬ জানুয়ারি রোববার যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীজোট-এর পক্ষ থেকে সরেজমিনে সুবর্ণচর উপজেলায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পুরো ঘটনা ও মামলার অগ্রগতিসহ সার্বিক বিষয়াদি নিয়ে যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোট এই গণ-প্রতিবেদন প্রকাশ করেছে।