চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুন্দরবন দেখা হলো না পিকনিক বাসের দুই যাত্রীর

বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন দেখার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি পিকনিক বাসের দুই যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত চারজন।  

শুক্রবার ভোর ৫টার খানজাহান (র:) মাজার মোড় এলাকায় বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেনী গ্রামের মো. গরীব উল্লাহ (৪৮) ও কিবরিয়া মালিথা (২২)। গরীব উল্লাহ পেশায় একজন ট্রাকটর চালক। আর কিবরিয়া অন্য একটি বাসে সুপারভাইজারের চাকরি করতেন।

এসময় গুরুতর আহত অবস্থায় আরো ৪ জনকে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো: মাসুদুর রহমান জানান,সুন্দরবন ও ষাট গুম্বুজ মসজিদ, খানজাহান আলী (র) মাজার দেখার জন্য কুষ্টিয়া থেকে বাগেরহাটগামী গড়াই বাসটি  ৫৫  থেকে ৬০ জন যাত্রী নিয়ে মাজার এলাকায় সড়কের পাশে থেমে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। এছাড়া গুরুতর অবস্থায় ৪ যাত্রী এখনও হাসপাতালে ভর্তি আছে।