চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সুন্দরবনে ১১টি স্পটে ‘এক শহর ভালোবাসা’

তোমার এলোমেলো চুলে,আমার সাদা মনে

হারিয়ে যেতে চাই কোনো হুট তোলা রিকশায়

এক মুঠো প্রেম নিয়ে, আমার শূন্য পকেটে

হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে

এক শহর ভালবাসা দিতে চাই…

গানটির শিরোনাম ‘এক শহর ভালোবাসা’। গেয়েছেন তানজিব সারোয়ার। গানের কথা লিখেছেন তিনি। সুর দিয়েছেন ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। গান ভিডিওতে অভিনয় করেছেন তানজিব ও মৌসুম। পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গানচিলের ইউটিউব চ্যানেলে ১২ জুলাই এসেছে ‘এক শহর ভালোবাসা’র গান ভিডিও। এ পর্যন্ত গান ভিডিওটি প্রায় আড়াই লাখ বার দেখা হয়েছে।

‘এক শহর ভালোবাসা’ নিয়ে তানজিব সারোয়ার বললেন, গানটি খুব সাদামাটা এক সাধারণ মধ্যবিত্ত ছেলের জীবন আর তার ইচ্ছা, চলাফেরা নিয়ে। শহরের এক মেয়ের প্রেমে পড়ে সেই মংলা জেলার ছেলেটি। তার পকেট শুণ্য, কিন্তু আছে কোটি টাকার প্রেম। আছে বুক ভরা সাহস, নেই ভয়। সাধারণ হলেও সে ভয় করে না মৃত্যুকে। ঘুরতে চায় রিকশায়। শহরের কোলাহল আর উঁচু দালানকোঠা তার ইচ্ছার কাছে হার মানে। তাই সে মেয়েটিকে ‘এক শহর ভালোবাসা’ দিতে চায়। মেয়েটির সাথে তার পরিচয় আগেই। ট্যুরিস্ট গাইড ছেলেটি তাকে ঘুরে দেখায় সুন্দরবন। সেখান থেকেই প্রেম শুরু।

তানজিব সারোয়ার জানান, সুন্দরবনের ১১টি স্পটে এই গান ভিডিওর শুটিং করেছেন তারা। এর মধ্যে রয়েছে মংলা সমুদ্র বন্দর, পশুর নদী আর সুন্দরবন।

‘এক শহর ভালোবাসা’র গান ভিডিও: