চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা

সুন্দরবনে বাঘ বেড়েছে আটটি। ১০৬ থেকে বেড়ে হয়েছে ১১৪টি। ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘের নতুন সংখ্যার এ তথ্য তুলে ধরেছে বন বিভাগ।

তবে বাঘের সংখ্যা বাড়লেও বাঘের নতুন শিশুর কোনো খবর নেই গবেষণায়।

সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা ও শরণখোলা রেঞ্জের তিনটি ব্লকের এক হাজার ৬শ’ বর্গকিলোমিটার এলাকায় বাঘের বিচরণের ছবি তুলতে বিশেষ ধরণের ক্যামেরা বসানো হয়। ২০১৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত ২৪৯ দিনে বাঘের ২ হাজার ৪শ’ ৬৬ টি ছবি ধরা পড়ে ক্যামেরায়। মোট ৬৩ টি বাঘের ছবি চূড়ান্ত হয়।

এরপর বাঘের বিচরণ ক্ষেত্র ৪ হাজার ৪ শ’ ৬৪ বর্গকিলোমিটার এলকার ঘনত্ব ধরে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী চূড়ান্ত করা হয় বাঘের সংখ্যা।

শরণখোলা রেঞ্জে বাঘের ঘনত্ব সবচেয়ে বেশী। যেসব ছবি পাওয়া গেছে তাতে বাঘের শিশু বা নতুন বাঘ যে বাড়ছে এমন তথ্য মেলেনি।

২০১৫ সালের সমীক্ষায় ক্যামেরা ট্র্যাপিংয়ে ১০৬টি বাঘের তথ্য ছিল। ২০০৪ সালে পায়ের ছাপের ভিত্তিতে করা জরিপে ৪শ টি বাঘের কথা বলা হয়েছিল।

বিস্তারিত ভিডিও রিপোর্টে: