চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে

সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে, এমন ধারণা বনবিভাগের কর্মকর্তাদের। শুধু সুন্দরবনেই নয়- ভারত, রাশিয়া, নেপাল ও ভুটানসহ সারাবিশ্বেই এই প্রথম বাঘের সংখ্যা বেড়েছে।

সুরক্ষা ব্যবস্থাপনা ঠিক থাকলে ২০২৭ সালে সুন্দরবনে ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী বাঘের সংখ্যা ২৫০- এ পৌঁছাবে বলে আশাবাদ বন বিভাগের।

ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং গ্লোবাল টাইগার ফোরামের তথ্য মতে,  গত চার বছরে ভারতে ৫২০টি, ভুটানে ২৮, রাশিয়ায় ৭৩ এবং নেপালে বাঘের সংখ্যা বেড়েছে ৭৭টি।

একই সময়ে সুন্দরবনেও বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষা, অবৈধ শিকার ও হত্যা বন্ধে জিরো পোচিং থিওরি গ্রহণ করায় এখানেও বাঘের সংখ্যা বেড়েছে। নিয়মিত মনিটরিংয়ে হটস্পটগুলোতে অধিকহারে বাঘের বাচ্চার আনাগোনা দেখে এ ধারণা বন কর্মকর্তাদের।

তবে, বাঘ সুরক্ষায় বনবিভাগের সক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি সুষ্ঠু পরিকল্পনা হাতে নেয়ার তাগিদ এই বিশেষজ্ঞের।

টাইগার এ্যাকশন প্লানের টার্গেট অনুযায়ী ২০২৭ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ২৫০ এ পোঁছাবে বলে আশা এই কর্মকর্তার।
সুন্দরবনে ২০১৭ সাল থেকে ক্যামেরা ট্রাপিং জরিপ করা হয়।

বাঘের সংখ্যা বাড়ছে কি-না তা নিশ্চিত হতে আগামী ডিসেম্বরে জরিপের পর্যালোচনার ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে