চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সুনামিতে নিহতদের স্মরণে জাপান

জাপানের রাজধানী টোকিওতে ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প এবং সুনামিতে নিহতদের স্মরণে প্রধানমন্ত্রী এবং সম্রাট আকিহিতো ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে জাপানের উত্তর-পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প এবং এর প্রতিক্রিয়ায় সুনামি ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে কমপক্ষে ১৮ হাজার লোক নিহত হয়।

এছাড়াও জাপানের গুরুত্বপূর্ণ ফুকুশিমা পরমাণু প্রকল্পের বিস্ফোরণে ক্ষতিকর রশ্মি ও তেজষ্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়ে যা রাশিয়ার চেরনোবিল পরমাণু দুর্ঘটনার সাথে তুলনা করা হয়।

ফুকুশিমা পরমাণু প্রকল্পের দুর্ঘটনায় ১ লক্ষ ৬০ হাজার লোককে স্থানান্তর করা হলেও তেজষ্ক্রিয়তার কারণে আজও তাদের বাসস্থানে পুনর্বাসন করা সম্ভব হয়নি।

জাপানের পুনর্বাসন মন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত প্রায় ৫ লক্ষ লোকের গৃহসংস্থানের কাজ ৫ বছরে প্রায় শেষ হয়ে এসেছে।