চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে ঘোষণা না আসায় হতাশ বিএনপি

সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বিজিবি-বিএসএফ প্রধানের বৈঠকে কোন সুনির্দিষ্ট ঘোষণা না আসায় হতাশা ব্যক্ত করেছে বিএনপি। সরকারি দলের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ এনে দলের নেতারা বলেছেন, সরকার এমন রাষ্ট্র ব্যবস্থা তৈরী করেছে যেখানে অপরাধীরা অপরাধ করতে উৎসাহিত হচ্ছে।

শুক্রবার নয়া পল্টনে বিএনপি’র কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বিজিবি-বিএসএফ বৈঠকে বর্ডার গার্ড অব বাংলাদেশ প্রধানের ভূমিকা নিয়ে হতাশা ব্যক্ত করেন দলের মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন।

বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে ঢাকা জেলা ছাত্রদলের আলোচনায় বিএনপি নেতারা দেশে বর্তমান অবস্থার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন।

দেশে একটি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।