চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সীমান্তে হত্যা কমাতে সীমান্ত অপরাধ কমানোর তাগিদ জয়শঙ্করের

সীমান্তে হত্যা কমাতে সীমান্ত অপরাধ কমানোর তাগিদ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিস্তাসহ ৬ নদীর পানি বন্টন ইস্যুতে ভারতের অবস্থান আগের মতোই আছে বলে জানান তিনি।

দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক কালেকটিভিটি দু’দেশের সম্পর্কে নতুন পালক যোগ করতে পারে বলেও জানান সফরকারী মন্ত্রী।

একটি বিশেষ ফ্লাইটে বিএএফ বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে সকাল ১০.০৫ মিনিটে এসে পৌছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চূড়ান্ত করতে বাংলাদেশে এসেছেন তিনি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। পরে বিকাল ৫টায় ভারত ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

২০২০ সালের ১৭ ডিসেম্বর দুই দেশের মধ্যে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ সফর করছেন।

২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে বেশ কিছু দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক সাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।