চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সীতাকুণ্ড ট্র্যাজেডি: ৬ টিকাকর্মীকে দুর্গম এলাকায় বদলি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরা পাড়ায় চার দিনে ৯ শিশুর মৃত্যুর ঘটনায় শিশুদের টিকাদান কর্মসূচি পালনে অবহেলার কারণে ৬ টিকাকর্মীকে সন্দ্বীপের দূর্গম এলাকায় বদলি করেছে চট্টগ্রাম সিভিল সার্জন।

চার দিনে ৯ শিশুর মৃত্যুর ঘটনা সরকারের স্বাস্থ্যসংশ্লিষ্টদের নজরে আসলে রোগের লক্ষণ ও নমুনা ল্যাবরেটরি পরীক্ষা করে আইইডিসিআর জানায়, ওই শিশুদের হামের টিকা নেয়া ছিলো না।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত টিকা কার্যক্রমে শক্তিশালী ওয়ার্ডভিত্তিক মাইক্রোপ্ল্যানেও সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ‘ত্রিপুরা পাড়া’ অন্তর্ভুক্ত না থাকায় বিস্মিত স্বাস্থ্যসংশ্লিষ্টরা। ঘটনা তদন্তে একাধিক কমিটি করা হয়েছে।

সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় ৮ জুলাই প্রথম শিশু মৃত্যুর ঘটনা ঘটে।এরপর ৯ জুলাই দুই শিশু ১১ জুলাই এক শিশু এবং ঘটনার চতুর্থ দিনে ১২ জুলাই একদিনে ৪ শিশুর মৃত্যুর ওই দুঃখজনক ঘটনা ঘটে।