চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সীতাকুণ্ডে গ্রেফতার দুই জঙ্গির ১২ দিনের রিমান্ড

সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার দুই জঙ্গির প্রত্যেককে ১২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এছাড়া জঙ্গি আস্তানা ‘ছায়ানীড়ে’ এখনো তল্লাশি চালাচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

এর আগে শুক্রবার জঙ্গি আস্তানার ঘটনায় নিজেরা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ৪টি মামলা দায়ের করেছে পুলিশ।

আমিরাবাদ নামারবাজার এলাকার ‘সাধনকুটির’ নামের বাড়ির ঘটনায় সন্ত্রাস দমন আইন এবং অস্ত্র আইনে দুইটি মামলা করা হয়। আর প্রেমতলার ‘ছায়ানীড়’ নামের বাড়িতে জঙ্গি আস্তানার দ্বিতীয় ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যা ও পুলিশের ওপর হামলা আইনে দুইটি মামলা করা হয়।

বুধবার সন্ধ্যার পর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদে ‘সাধনকুটির’ নামের একটি বাড়ি থেকে জসিম ও আরজিনা নামের দুই জঙ্গিকে আটক করে পুলিশ। ওই নারীর গায়ে আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। সাধনকুটির থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

পরে সীতাকুণ্ডের প্রেমতলার ছায়ানীড় নামের একটি বাড়িতে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াট টিমের নেতৃত্বে শুরু হয় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’।

এতে নব্য জেএমবির এক নারীসহ চার জঙ্গি নিহত হয়। সেখান থেকে পরে এক শিশুর মৃতদেহও উদ্ধার করা হয়। সেখানেও প্রচুর বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।