চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিরিয়া শান্তি আলোচনায় উত্তেজনা

সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া ইস্যুতে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরুর একদিন পরই সরকার ও বিরোধীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

মঙ্গলবার সিরিয়ায় রুশ বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহতের পর জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে বৈঠক বাতিল করেছে বিদ্রোহীদের একাংশ।

জাতিসংঘের মধ্যস্থতায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সোমবার জেনেভায় শান্তি আলোচনায় বসে সিরিয়ার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা।

দীর্ঘ বৈঠকের পর সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর অনুমোদন দেওয়া হয়।

দুই পক্ষের শান্তি আলোচনার মধ্যেই আলেপ্পোতে রুশ বিমান হামলায় প্রাণ হারায় ১৮ বেসামরিক নাগরিক। ওই হামলাকে বর্বর এবং নজিরবিহীন উল্লেখ করে জাতিসংঘের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরার সঙ্গে বৈঠক বাতিল করে বিদ্রোহীদের একাংশ।

তবে স্টেফান ডি মিস্তুরার আশা ১১ ফেব্রুয়ারির মধ্যে একটি ফলপ্রসু সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন তারা।

সিরিয়ায় সংঘাত নিরসনে সর্বশেষ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে বৈঠকে বসে সরকার ও বিরোধী দল। কিন্তু দুই দফা বৈঠক শেষে ভেস্তে যায় আলোচনা।

সিরিয়ায় প্রায় পাঁচ বছরের সহিংসতায় আড়াই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। প্রায় সোয়া কোটি মানুষ গৃহহীন হয়।