চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করছে রাশিয়া

সিরিয়া থেকে কিছু সংখ্যক সৈন্য প্রত্যাহার শুরু করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই ‍শইগু সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সিরিয়া সফরকালে সেখান থেকে আংশিক সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিবিসি জানায়, সিরিয়ায় চলমান সংকটে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে কাজ করছে রাশিয়ার সেনাবাহিনী। ২০১৫ সালের সেপ্টেম্বরে সেখানে বিমান হামলাও শুরু করে রাশিয়া।

এর আগে গত বছরও পুতিন সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু তারপরও সেখানে তাদের সেনারা কার্যক্রম চালিয়ে যান।

সিরিয়া থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে কতদিন লাগবে হবে এমন প্রশ্নের জবাবে সেরগেই বলেন, এটি সিরিয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে।

সোমবার কোন পূর্ব ঘোষণা ছাড়াই সিরিয়া সফরে যান পুতিন। সেখানে রাশিয়ার একটি বিমানঘাটিতে তিনি বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

পুতিন বলেন, আমি প্রতিরক্ষামন্ত্রী এবং জেনারেল স্টাফ প্রধানকে তাদের স্থায়ী ঘাটি থেকে সৈন্য প্রত্যাহার শুরু করতে বলেছি। শর্ত স্বাপেক্ষে সেখান থেকে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

পুতিন আরো বলেন, সন্ত্রাসীরা যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠে তবে রাশিয়া এমন আঘাত করবে যা তারা কখনই দেখেনি।

এসময় পুতিন তাদের অন্য মিত্র ইরান ও তুরষ্ককেও সহায়তা করতে চান বলে প্রেসিডেন্ট আসাদকে জানান।