চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিরিয়ার প্রতিবেশীদের আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক

সিরিয়ার প্রতিবেশী দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে বিশ্বব্যাংক। সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দেওয়া প্রতিবেশী দেশগুলো বিশেষ প্যাকেজের অধীনে এই আর্থিক সহায়তা পাবে।

বিশ্বব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, শরণার্থীদের আশ্রয় দিতে গিয়ে উল্লেখযোগ্য পরিমাণে অর্থনৈতিক চাপে আছে লেবানন এবং জর্ডান। উপসাগরীয় দেশসহ বিশ্বের ধনী দেশগুলোর কাছে আর্থিক সহায়তা চাইছে দেশ দু’টি।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য কয়েকটি দাতা দেশের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তারা আশা করছেন, আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যেই তহবিলের প্রথম অংশ তারা পেয়ে যাবেন।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বিশ্বব্যাংক জর্ডান এবং লেবাননকে অর্থঋণ দেবে, যার সুদের কিছু অংশ পরিশোধ হবে দাতাদের অর্থ থেকে।

সিরিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। সবচেয়ে বেশি সিরিয়ান শরণার্থী রয়েছে তুরস্কে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে জর্ডান এবং লেবাননের মতো ক্ষুদ্রতর অর্থনীতির দেশগুলো।

লেবাননে শরণার্থীর সংখ্যা মোট জনসংখ্যার ৩০ শতাংশ। আর জর্ডানে এ সংখ্যা ২০ শতাংশ।