চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে পুতিনের নির্দেশ

সিরিয়ায় আইএসবিরোধী অভিযান শুরুর পাঁচ মাসের মধ্যে আকস্মিক নিজেদের সেনা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট   ভ্লাদিমির পুতিন।

পুতিন দাবি করেন, যে লক্ষ্য নিয়ে রাশিয়া সামরিক অভিযানে নেমেছিল তার অনেকখানিই অর্জন হওয়ায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

আজ থেকে সেনা প্রত্যাহার শুরু হলেও সম্পূর্ণ প্রত্যাহার করতে কতদিন সময় লাগবে তা সুনির্দিষ্ট কিছু বলেননি রুশ প্রেসিডেন্ট।

সিরিয়া থেকে অন্য সব সেনা প্রত্যাহার করা হলেও দেশটির তারতুস বন্দর ও লাটাকিয়া প্রদেশের হিমেইমিম বিমান ঘাঁটিতে সেনা থাকবে।

ফোনালাপে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা বাশার আল আসাদকে জানিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টর ওই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে স্বাগত জানিয়েছে আসাদ বিরোধীরা।