চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিমেন্ট মেশানোর গাড়িতে করে ১৮ শ্রমিকের বাড়ি ফেরার চেষ্টা

করোনাভাইরাস রোধে ভারতে তৃতীয় দফার লকডাউনের মধ্যে পুলিশের ভয়ে সিমেন্ট মেশানোর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন ১৮ জন শ্রমিক। উত্তর প্রদেশে ফেরার সময় শনিবার সকালে তাদের মধ্যপ্রদেশের হাইওয়ে থেকে পুলিশ উদ্ধার করে। 

এক ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই ট্রাক থেকে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে একে একে ১৮ জন শ্রমিক বেরিয়ে আসছেন। তারা সবাই অন্য প্রদেশে কাজ করতেন। 

এর আগে শনিবার সকালে ওই ট্রাক মধ্যপ্রদেশের হাইওয়ের পুলিশের চেকপোস্টের কাছে আসলে পুলিশ থামিয়ে ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করে।

লকডাউনের সময় চলাচল নিষিদ্ধ পুলিশের এমন জিজ্ঞাসাবাদের মুখে ঘাবড়ে যান ট্রাকের চালক। পরে পুলিশের সন্দেহ হলে সিমেন্ট মেশানোর ওই ড্রাম চেক করা হয়। তারপর ওই ড্রাম থেকেই বেরিয়ে আসে একে একে ১৮ জন শ্রমিক। 

২৫ মার্চ থেকে দেশব্যাপী চলমান লকডাউনের কারণে লাখ লাখ শ্রমিক বিপদে পড়েছে। দেশের বিভিন্ন এলাকায় এখনই দেখা দিয়েছে খাদ্য সংকট। তাই লকডাউন উপেক্ষা করেই এসব শ্রমিকরা বাড়ি ফিরছে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে আজ সকালে সাইকেল চালিয়ে উত্তর প্রদেশে ফেরার পথে মধ্যপ্রদেশে একজনের মৃত্যু হয়েছে।

গতকাল রাতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তৃতীয় দফায় ১৪ দিন লকডাউন বাড়ানোর ঘোষণা দেয়া হয়।