চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিটি নির্বাচন: জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা

শেষ সময়ের প্রচারে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী, বরিশাল এবং সিলেট। এরমধ্যেই চলছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ।

নির্বাচনের বাকি আর মাত্র ২ দিন। সিলেটে শেষ সময়ের প্রচারে ব্যস্ত সময় পার করছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। আল হামরা শপিং সিটি এলাকায় গণসংযোগ করে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচন কমিশনের বিরুদ্ধে একপেশে আচরণের অভিযোগ করেছেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরান নগরীর চালিবন্দর এবং সুবহানীঘাট এলাকায় গণসংযোগ করে বলেছেন, সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

রাজশাহীতেও শেষ সময়ের প্রচার জমে উঠেছে। নগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি রাজশাহীতে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার দাবি জানান।

তবে বৈরি আবহাওয়ার কারণে সকালের গণসংযোগ স্থগিত করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

৩০শে জুলাই ভোটের মাধ্যমে ৩ সিটি কর্পোরেশনে প্রতিনিধি নির্বাচিত করবেন ভোটাররা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে