চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

তিন সিটি করপোরেশনে নির্বাচন উপলক্ষে ২৬ এপ্রিল থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেয়াজ সাংবাদিকদের জানান, আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত তিন সিটি করপোরেশনে সেনাবাহিনী মোতায়েন থাকবে।

নির্বাচন কমিশনার বলেন, ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত যদিও সুষ্ঠু পরিরেবশ আছে তারপরও সব পক্ষের স্বস্তির জন্য সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সিদ্ধান্তের পর বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়। বৈঠক শেষে নির্বাচনী দায়িত্বে পালনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। একই বিষয়ে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেছেন, বুধবার থেকে নির্বাচনের ৫ দিন পর ৩ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখতে হবে।