চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিটি নির্বাচনে সাংবাদিক কোপানোর মামলায় আটক ৪

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিক সুমনকে কোপানোর মামলায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের আটক করে র‍্যাব-২।

আটকেরা হলেন: আলাউদ্দিন, মাসুদ, রাসেল ও অপু।

শনিবার বিকেলে র‍্যাব-২ এর মেজর শেখ নাজমুল আরেফিন বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি বলেন: সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞসাবাদের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি নির্বাচনে ভোটগ্রহণের সময় পেশাগত দায়িত্ব পালনে থাকা সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

সুমনকে অন্য সাংবাদিকরা উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।

ওই দিন দুপুরে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুমনকে দেখতে যান।

সেসময় তিনি সাংবাদিকদের বলেন: সাংবাদিক সুমনের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের ফুটেজ সংগ্রহ করেছি। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।