চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিটি নির্বাচনের প্রচারণা শেষ, আগামীকাল ভোট গ্রহণ

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। ১৯ দিনের নির্বাচনী প্রচারণা ও সভা-সমাবেশ শেষ হয়েছে রোববার রাত ১২টায়। মধ্যরাত থেকে বন্ধ করা হয়েছে মোটর সাইকেল চলাচল। সোমবার রাত ১২টা থেকে বন্ধ থাকবে সব ধরনের যানবাহন চলাচল।

তিন সিটিতে মেয়র পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ঢাকার দুই সিটিতে ৩৬ এবং চট্টগ্রামে ১২ জন প্রার্থী রয়েছেন। মেয়র ও কাউন্সিলরসহ প্রার্থীর সংখ্যা একহাজার ১৮০ জন।

ঢাকা উত্তর সিটিতে ভোটার সংখ্যা ২৩ লাখ ৪৫ হাজার ও দক্ষিণে ভোটার ১৮ লাখ ৭০ হাজার এবং চট্টগ্রামে ১৮ লাখ ১৩ হাজার ভোটার।

উত্তর সিটিতে ভোটকেন্দ্র ১ হাজার ৯৩টি, দক্ষিণে ভোটকেন্দ্র ৮শ৮৯টি এবং চট্টগ্রামে ভোটকেন্দ্র ৭শ ১৯টি।

সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। তিন সিটির ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যা ব ও বিজিবি।

প্রতি সিটিতে এক ব্যাটালিয়ন সেনা সদস্য ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নির্বাচনী দায়িত্বে থাকবেন।

তিন সিটিতে ৮৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে থাকবেন জাতিসংঘ ও ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস ও দাতা সংস্থা। প্রায় ৪ হাজার পর্যবেক্ষক থাকছেন নির্বাচন পর্যবেক্ষণে।